Breaking News
Home / বিনোদন / আবারও ইমতিয়াজের সঙ্গে জুটি বাঁধছেন রণবীর কাপুর

আবারও ইমতিয়াজের সঙ্গে জুটি বাঁধছেন রণবীর কাপুর

বলিউডের অন্যতম গুণী পরিচালক বলে খ্যাত ইমতিয়াজ আলী। তার মুক্তিপ্রাপ্ত সবশেষ দুইটি সিনেমা প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দিতে না পারলেও পরিচালক হিসেবে ইমতিয়াজ আলীর অনন্য নৈপুণ্যের কথা স্বীকার করতেই হবে।

ইতিমধ্যেই বলিউডে পরিচালকদের মাঝে নিজের আলাদা একটি স্বকীয়তা তৈরি করে নিয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে ‘লাভ আজ কাল’ সিনেমার এ পরিচালকের সঙ্গে শিগগিরই জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের চকলেট বয় খ্যাত রণবীর কাপুর।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, বর্তমানে একসঙ্গে দুটি সিনেমার কাজ করতে যাচ্ছেন ইমতিয়াজ। যার মধ্যে একটি সমালোচিত সংগীতশিল্পী আমার সিংয়ের বায়োপিক৷ অন্যটি হচ্ছে আত্মহত্যার প্রতি প্রতিরোধ গড়ে তোলার গল্পে একটি সামাজিক সিনেমা।

ইমতিয়াজের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, দুইটি সিনেমা নিয়েই রণবীরের কাছে গিয়েছিলেন পরিচালক। তবে তার মধ্যে একটি সিনেমায় কাজ করবেন বলে সম্মতি দিয়েছেন রণবীর।

এবার শুধু সিনেমাটির স্ক্রিপ্ট শেষ হওয়ার পালা। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করবেন তারা।

প্রসঙ্গত, এবার যদি রণবীর-ইমতিয়াজ জুটি আবারো ফিরে আসে, তাহলে এটি হবে তাদের তৃতীয় সিনেমা। এর আগে ইমতিয়াজের রকস্টার এবং তামাশায় অভিনয় করেছিলেন এই চকলেট বয়।

Check Also

কি ছিল রুপের ঝলক! ফিটফাট ছবি আর রুপের রহস্য অবশেষে উন্মুচন

হেলেনা জাহাঙ্গীর আলোচিত সমালোচিত একনাম। দলীয়, অনলাইন টিভি, ব্যবসায়িক, মানবিক ফাউন্ডেশন সহ নানা কিছুর আড়ালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *