কথায় আছে রাখে আল্লাহ মারে কে।হয়তো কথার যর্থাথ অর্থ অনেকই না বুঝলে বাস্তব অর্থে এটি বলা চলে আল্লাহ যদি না চাই মারবে কে। ঠিক তেমনই হলো ভিয়েতনামের একটি শহরে।বহুতল ভবন থেকে পড়ে গেলেও বেঁচে গেছেন ৩বছর বয়সী এক শিশু।যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন,একটি হঠাৎ বেলকুনি ধাচে চলে আসে একসময় সে পড়ে যাই কিন্তু বেঁচে যাই শিশুটি। কিন্তু এর চেয়ের বড় শিরোনাম হয়ছেন এক গাড়িচালক।তিনি দিকের চিৎকার শুনে শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেন। সিসি টিভির ফুটেজে দেখা যাই,গাড়িচালক গাড়ি থামিয়ে শিশুটি যেখানে পড়বে ওখান কার টিনের ছাদে উঠে যাই।
ওখনে ব্যালেন্স করতে না পারায় পাও পিছলে যাই তার।এমন সময় শিশুটি পড়লে তাকে ক্যাচ ধরার চেষ্টা করেন এই ড্রাইভার।কিন্তু ক্যাচ ধরতে না পারলে তার হাতে লেগে শিশুটির আঘাত কম লাগে। পরে দ্রুত ডাক্তারের কাছে নেয়া হলে শিশুটির মৃত্য আশংকা নেই বলে জানায়। শিশুটির পাজরের একটি হাড় ভোঙে গেছ।।