নিউজিল্যান্ড সফল এমনেই বাংলাদেশের জন্য বরাবর কঠিন হয়ে এসেছে। এবার কন্ডিশন আরো কঠিন হবে বলছে অলরাউন্ডার মেহেদী মিরাজ। ঘরের মাঠে উইন্ডিজের সাথে টেস্টে সিরিজ হেরে অনেকটাই ব্যাকফুটে টিম বাংলাদেশ।উইন্ডিজ এর বিপক্ষে একমাত্র ভালো খেলেছিলো মেহেদী। এবার তার উপর বাড়তি যে চাপ থাকবে সেটারই ইঙ্গিত দিলেন মেহেদী।
কিন্তু সিমিং উইকেটে স্পিন কতটা কার্যকর হবে? কিন্তু মেহেদী বলছে,ইকোনোমি ঠিক রেখে বল করাটাই তার লক্ষ্য। তামমান পারে সবসময় হয় ব্যর্থ বাংলাদেশে।দেশের মাটিতে নিউজিল্যান্ডের সাথে দাপুটে জয় থাকলেও তাদের মাটিতে বাংলাদেশের সবাই গোলমেলে। মূলত সিমিং পিচ এ বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়াই।
গত সিরিজে তাদের সাথে অনেকটাই সাদামাটা খেলে হেরেছিলো বাংলাদেশ। এবার সে তকমা থেকে বাহির হতে চাইবে দল। ৩টি ওয়ানডে ও টি ২০খেলতে ইতিমধ্যে তাসমান পারে বাংলাদেশ ২০মার্চ থেকে সিরিজ শুরু হবো