Breaking News

মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তির বিয়ে!!!

এমন এক অদ্ভুত বিয়ের প্রচলন আছে চীনের সানজি প্রদেশে। এমনই প্রথা চলে আসছে প্রায় ৩০০০বছর ধরে৷একে স্থানীয় ভাবে ভূতের বিয়েও বলা হয়। কোন নারী বা পুরুষ যদি অবিবাহিত হয়ে মারা যাই শুধু মাত্র তাদেরকে এ বিয়ে দেয়া হয়। অনেক সময় এই বিয়ে জীবিত কারো সাথে দেয়া হয়৷ রীতি অনুযায়ী কোন জীবত ব্যক্তি পাওয়া না গেলে আবার মৃত ব্যক্তিকে অন্য মৃত ব্যক্তির সাথে এ বিয়ে দেয়া হয়।

এই বিয়েতেও রয়েছে অনেক ধুমধাম। শুধু কি তাই এ বিয়েতেও রয়েছে যৌতুকের প্রথা।কনের পরিবার একটা বড় অঙ্কের যৌতুক পেয়ে থাকেন বরের পরিবারের থেকে।এক্ষেত্রে রয়েছে আভিজাত্য বংশমর্যাদার বিষয়। এ বিয়ের মূলভাবনা মৃত্যুর পর কেউ একা নয়। বিয়ের দিন বর বউ দুজনকেই সাজানো হয়।খাওয়াদাওয়া শেষে তাদের বিয়ের ক্রিয়া সম্পূর্ণ হয়।

তাদের মধ্য একটা ধারণা রয়েছে বিয়ে না হয়ে কেউ মারা গেলে তার অতৃষ্ট আত্মার অভিশাপে পরিবারের ক্ষতি হয়। অনেক সময় ভুত বিয়েতে কাউকে না পেলে কবর থেকে লাশ চুরি করে বিয়ে দেয়া হয়। এজন্য চীন সরকার এ বিয়েকে নিষিদ্ধ করে৷ এখুন তার বদলে পুতুল তৈরী করে ভূত বিয়ে সম্পূর্ণ হয়।।